Skip to content

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা | বিনোদন

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা | বিনোদন

<![CDATA[

পুরনো সম্পর্কে ইতি টেনে নতুন করে সংসার পাততে চলেছেন আমাজন কর্ণধার জেফ বেজস। পাত্রী প্রাক্তন সাংবাদিক লোরেন স্যাঞ্চেজ।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম সারির কাতারে প্রথমেই নাম চলে আসে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। এ শীর্ষ ধনী ব্যক্তিত্বই এবার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে রূপ দিতে চলেছেন পরিণয়ে।

নেটদুনিয়ায় বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন উঠলেও এবার আর তাদের বিয়ের তথ্যকে গুঞ্জন বলা যাচ্ছে না। কারণ দীর্ঘদিনের বান্ধবী লরেন স্যাঞ্চেসের আঙুলে এখন শোভা পাচ্ছে হৃদয়ের আকারের আংটি।

মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি নিজের ৫০০ মিলিয়ন ডলারের ইয়টে লরেনের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল বেজসকে। সেখানেই বিয়ের প্রস্তাব দেন বেজস। আর বিয়ের প্রস্তাবে রাজিও হয়েছেন লরেন। আর তাই আঙুলে আংটি পরে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: আর্নল্ড শোয়ার্জনেগারকে নিয়োগ দিলো নেটফ্লিক্স

২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং শুরু হয় প্রাক্তন সাংবাদিক লরেন ও আমাজন কর্তা বেজসের। সেসময় প্রেমের বিষয়টি লুকিয়ে রাখেন তারা। তবে বেজস তার ২৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার পর লরেনের সঙ্গে তার সম্পর্ক আর লুকিয়ে রাখতে চাননি।

বর্তমানে এ জুটি ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে অবস্থান করছেন। আন্তর্জাতিক তারকামেলার সে আসরে এ জুটিও অন্যতম প্রধান আকর্ষণ দর্শক ও পাপ্পারাজিদের।

সূত্র: সংবাদ প্রতিদিন    

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *