Skip to content

ধর্মঘটে অচল কেপটাউন, সংঘর্ষে নিহত ৫ | আন্তর্জাতিক

ধর্মঘটে অচল কেপটাউন, সংঘর্ষে নিহত ৫ | আন্তর্জাতিক

<![CDATA[

ট্যাক্সি চালকদের ডাকা ধর্মঘটে অচল দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপটাউন। নতুন একটি আইন প্রণয়নের জেরে গেল সপ্তাহে শুরু হওয়া ওয়েস্টার্ন ক্যাপ ট্যাক্সি কাউন্সিলের ডাকা ধর্মঘটে শহরজুড়ে হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

গেল সপ্তাহ থেকে ধর্মঘটে নেমেছেন দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরি কেপটাউনের ট্যাক্সি চালকরা। আইন অমান্য ও সড়কে চলাচল অযোগ্য ট্যাক্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিধান রেখে আইন পাসের জেরে রাস্তায় নামেন তারা। 

 

সপ্তাহজুড়ে শহরের বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগ। এতে আতংকের নগরীতে পরিণত হয়েছে পুরো কেপটাউন।

আরও পড়ুন: ধর্মঘটে স্থগিত হলো ‘এমি অ্যাওয়ার্ড’ 

স্থানীয়দের পাশাপাশি হামলা ও লুটপাটের শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে ক্রাইফন্টিন, গুগোলেটুসহ বেশকিছু এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছেন তারা।

 

ধর্মঘট চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন অন্তত ৫ জন। গ্রেফতার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *