<![CDATA[
তুরস্কে ভূমিকম্পের ৫৫ ঘণ্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে এই শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন উদ্ধারকারীরা।
তুরস্কের সংবাদমাধ্যম সাবাহর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত সোয়া ৪টায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন কিরাচাকালি দম্পতি। সঙ্গে তাদের ১৮ মাস বয়সী মেয়ে মাশালও ঘুমে ছিল। এ সময় হঠাৎ কেঁপে ওঠে চারপাশ। ভবন দুলতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ধসে পড়ে ভবন। ধংসস্তূপের নিচে চাপা পড়েন স্বামী–স্ত্রী এবং তাদের শিশুসন্তান।
ভবন ধসের কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে বের হন ওমের কিরাচাকালি। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে তার স্ত্রী ইয়েলিজ কিরাচিকালি (২৩) ও তাদের মেয়ে মাশাল। এর পর কেটেছে ৫৫ ঘণ্টা। অবশেষে বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে মাশালকে উদ্ধার করা হয়েছে।
মাশালকে উদ্ধার করা হলেও তার মা ইয়েলিজকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধার করার চেষ্টা চলছে। তবে তার সঙ্গে কথা হয়েছে উদ্ধারকর্মীদের।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: নিহত ১২ হাজার ছাড়াল
ইয়েলিজ উদ্ধারকর্মীদের জানিয়েছেন, ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর থেকে মাশালকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় তীব্র শীতের মধ্যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সময় যতই গড়াচ্ছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বেঁচে থাকার আশা কমে আসছে। এরইমধ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা ৯ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৯৯২ জনে।
]]>