<![CDATA[
ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই জয়ের পরই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলো ইউনাইটেডের ফাইনাল। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয় লেগে ২-০ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতেছে টেন হ্যাগের দল।
প্রতিপক্ষের মাঠেই কাজটা করে রেখেছিল রাশফোর্ড-ক্যাসিমিরোরা। ফিরতি লেগেও নিজেদের আধিপত্য বজায় রাখল ইউনাইটেড। প্রথম হাফে বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল তারা। তবে গোলের দেখা পায়নি।
দ্বিতীয় হাফেও প্রথম পঁচিশ মিনিটে গোল করতে পারেনি ইউনাইটেড। তবে বদলি হিসেবে নামা মার্সিয়াল ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন। প্রথম গোলের তিন মিনিট পরই রাশফোর্ডের পাস থেকে বল জালে জড়ান ফ্রেড। এই দুই গোলেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
আরও পড়ুন: এভারটনের কোচের চাকরি হারালেন ল্যাম্পার্ড
এই জয়ে দীর্ঘ ৬ বছর পর কোন শিরোপা জয়ে হাতছানি ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। ২০১৭ সালে আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ইউনাইটেড।
এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করে নিউক্যাসেল ইউনাইটেড। সাউথহ্যাম্পটনকে দুই লেগ মিলিয়ে তারা হারায় ৪-১ গোলে।
]]>