Skip to content

নদীর ওপর টাঙানো তারে বিদ্যুৎস্পৃষ্ট, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

নদীর ওপর টাঙানো তারে বিদ্যুৎস্পৃষ্ট, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

সুনামগঞ্জের তাহিরপুরে নদীর ওপর টাঙানো তারে বিদ্যুৎস্পর্শে নৌকা থেকে পড়ে নিখোঁজ জানে আলম জেন্টু (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে দুপুরে ১২টায় উপজেলার রতনশ্রী ও শুবলারগাঁও গ্রামের বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।

মৃত জানে আলম উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- মো. নুর আলম (৩০), ইয়াজুল হক (৫৬), উসাস মিয়া (২০)। 

আরও পড়ুন:ত্রিপুরায় উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে ৬ জনের মৃত্যু, আহত ১৫

প্রত্যক্ষদর্শী মো. নুর আলম ও সেলিল আখুঞ্জি জানান, সকালে জানে আলম জেন্টুসহ চারজন নতুন নৌকায় মেশিল লাগিয়ে বৌলাই নদীতে চালিয়ে পরীক্ষা করছিলেন। তাহিরপুর সদরে আসার পথে নৌকার ওপরে ছিলেন জানে আলম জিন্টু। এ সময় বৌলাই নদীতে টানানো পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন জানে আলম জিন্টু। এরপর তিনি নদীতে পড়ে যান। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু: তদন্ত কমিটি

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, শুরুতে স্থানীয় লোকজন নিয়ে জাল ফেলে নিখোঁজ ওই যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় নিখোঁজ জানে আলম জেন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাহিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে সুনামগঞ্জের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জানে আলমের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *