বিশ্বে আবারো মাথাচাড়া দিচ্ছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বা নব্য নাৎসি গোষ্ঠী। এমন সতর্কবার্তা দিয়ে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধহওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২৫ জানুয়ারি) ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে উদ্বেগ জানিয়ে বলেন, নব্য নাৎসিরা নতুন করে সংগঠিত হচ্ছে। এতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা।
