<![CDATA[
অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাঙ্কেল ও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আরও ফিরেছেন মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন। এই তিনজনকে দলে ফিরিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজ শেষে ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ম্যাক্সওয়েল, মার্শ ও ঝাই রিচার্ডসনের দলে ফেরার সিরিজে আরও আছেন ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন অ্যাগার। চলমান টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ায় দেশে পাঠিয়ে দেয়া হয়েছে ওয়ার্নারকে। আর ম্যাচ খেলানোর মতো মনে না হওয়ায় ওয়ার্নারের সঙ্গে দেশের বিমান ধরতে হয়েছে অ্যাগারকে। ওয়ানডে সিরিজ খেলতে ভারতে ফিরবে দুজনই।
তবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলে জায়গা পাননি জস হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর পেসার। মূলত সামনের অ্যাশেজ সিরিজে তাকে ফিট পেতেই ওয়ানডে সিরিজের দলে বিবেচনা করা হয়নি। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘এই সিরিজে জশকে পেলে ভালো হতো। তবে সামনে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ (অ্যাশেজ) সফর সামনে রেখে রক্ষণাত্মক অবস্থান নিয়েছি আমরা।’
আরও পড়ুন:১০ ম্যাচের সিরিজ হলেও ১০ ম্যাচেই হারবে অস্ট্রেলিয়া: হরভজন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন ম্যাক্সওয়েল। এরপর এক বন্ধুর জন্মদিনে দুর্ঘটনায় পড়ে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। তিন মাসের বিরতি শেষে গত সপ্তাহে মাঠে ফিরেছেন তিনি। ভিক্টোরিয়ান প্রিমিয়ার লিগে ফিজোরি-ডংকাস্টারের হয়ে মাঠে নেমেই খেলেছেন ৬১ রানের ইনিংস।|
আরেক অলরাউন্ডার মার্শও শেষবার খেলেছেন গত নভেম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর মাঠের বাইরে চলে যাওয়া মার্শও করিয়েছেন অ্যাঙ্কেলের অস্ত্রোপচার। যার কারণে খেলতে পারেননি বিগব্যাশেও। আর রিচার্ডসনের শেষ ম্যাচ গত বছরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে।
এ বছরের শেষের দিকে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সে বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলে ফেরানো হয়েছে এই তিন তারকাকে। বেইলি বলেন, ‘ভারতে বিশ্বকাপের আর সাত মাস বাকি। এই সিরিজটি হবে প্রস্তুতিপর্ব। গ্লেন, মিচেল এবং ঝাই—তিনজনই অক্টোবরের স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আরও পড়ুন:১০ ম্যাচের সিরিজ হলেও ১০ ম্যাচেই হারবে অস্ট্রেলিয়া: হরভজন
১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচটি।
ভারত সফরের অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), জস ইংলিশ, মিচেল স্টার্ক, সিন অ্যাবোট, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ,অ্যাস্টন অ্যাগার, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ।
]]>