Skip to content

নরসিংদীতে আরও ১৬ ডেঙ্গু শনাক্ত | বাংলাদেশ

নরসিংদীতে আরও ১৬ ডেঙ্গু শনাক্ত | বাংলাদেশ

<![CDATA[

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩২ জন। এর মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ১৯ জন, সদর হাসপাতালে ৪ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন। এছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

আরও পুড়ুন:  ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

জানুয়ারি থেকে মোট ২০৩ জন ডেঙ্গু রোগীর শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *