<![CDATA[
নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩৫) মারা গেছেন। এ ছাড়া গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৫) ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নরসিংদী থেকে সাদেক ও আশরাফুল নামে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সাদেককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আশরাফুল জরুরি বিভাগে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
সাদেকের বড় ভাই আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাধুয়ারচর গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন মিয়া। সাদেক এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল সে। দলীয় মিটিংয়ে যাওয়ার কথা বলে দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয় সাদেকুর।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। খবর শুনে ঢাকা মেডিকেলে এসেছি। তবে শুনেছি ছাত্রদলের দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ হন দুজন।’
]]>