<![CDATA[
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় এক শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ জুলাই) দুপুরে মাধবদীর ভগিরথপুরে নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
নিহত নেজামূল ইসলাম ওরফে নাজমুল (৪০) ওই কারখানায় রং মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
পুলিশ জানায়, মাধবদীর ভগিরথপুর হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলের ভেতরে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পুলিশ গিয়ে কারখানার তৃতীয় তলায় একটি কক্ষ থেকে একটি মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে শ্রমিক হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
এদিকে শ্রমিক নিহতের খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল ও নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তরিকুল ইসলাম জানান, কারখানার ভেতরে মাথা নিচের দিকে ও পা ওপরের দিকে একটি জানালার গ্রীলে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, নাজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মিলের ৯ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
]]>