Skip to content

নারায়ণগঞ্জে চামচের আঘাতে প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ | বাংলাদেশ

নারায়ণগঞ্জে চামচের আঘাতে প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ | বাংলাদেশ

<![CDATA[

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় হাতাহাতি ও মারধর করে হাবিব মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গহরদী (নয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হাবিব মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত প্রতিবেশীর পরিবারের চারজনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।

আসামিরা হলেন- প্রতিবেশী হান্নান মিয়া কাজী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৫০), তাদের দুই ছেলে সোহাগ (৩০) ও  সুমন (২০)।

বাদী সেলিনা বেগম মামলায় উল্লেখ করেন, তার দ্বিতীয় স্বামী হাবিব মিয়ার বসতভিটা বাড়ি সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশী হান্নান মিয়া কাজী ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলছে। এর জের ধরে কিছুদিন পর পর হান্নান কাজী ও তার পরিবারের সদস্যরা গায়ে পড়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে। এরই ধারাবাহিকতায় তাদের বাড়ির ময়লা পানি নিষ্কাশন সংক্রান্ত বিষয়ে শনিবার দুপুর ১২টার দিকে হান্নান কাজী ও তার পরিবার তাদের বাড়ির সামনে এসে হাবিব মিয়ার সঙ্গে আবারও ঝগড়া বিবাদ শুরু করেন।

আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল থামিয়ে ডাকাতি, যুবক গুলিবিদ্ধ

মামলার এজাহারে জোসনা বেগম অভিযোগ করেন, ঝগড়া বিবাদের এক পর্যায়ে হান্নান মিয়া কাজীর হুকুমে তার স্ত্রী ও দুই ছেলে মিলে হাবিব মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় হান্নান মিয়ার স্ত্রী জোসনা বেগম তার হাতে থাকা একটি বড় লোহার চামচ দিয়ে হাবিব মিয়ার মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় পরিবারের সদস্যরা হাবিব মিয়াকে গুরুতর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে হাবিব মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন: রান্নাঘরে স্ত্রীর গলাকাটা ও শয়নকক্ষে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এদিকে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার সময় সংবাদকে বলেন, এ ঘটনায় নিহত হাবিব মিয়ার পরিবার মামলা করেছে। মামলা গ্রহণ করে তদন্ত করছি এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *