<![CDATA[
নারী প্রিমিয়ার লিগ নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তিন দিনের নোটিশে লিগের দলবদলের তারিখ দিয়েছে বিসিবি। যার কারণে দুই ক্লাবের অংশগ্রহণ ছাড়াই শেষ হয়েছে দলবদল।
বিসিবির উদাসীনতার কারণে পছন্দমতো দলও করতে পারেনি বেশকিছু ক্লাব। এদিকে দলবদলে অংশ নিলেও ক্লাবগুলো জানে না কোন ফরম্যাটে হবে খেলা। এসব বিষয়ে জানতে চাইলে, গণমাধ্যমের মুখোমুখি হতে অনাগ্রহ বিসিবির নারী উইংয়ের।
আরও পড়ুন: বাংলাদেশের সিরিজের মধ্য দিয়ে চেমসফোর্ডের নতুন ইতিহাস
যেই নারী ক্রিকেট দল দেশকে এনে দেয় সাফল্য বিসিবির কাছে তারাই যেন মূল্যহীন। তাতে অন্তহীন অভিযোগ আর নানা অব্যবস্থাপনার মধ্যে শেষ হয়েছে নারী প্রিমিয়ার লিগের দলবদল। যেখানে অংশ নেয়নি দুটি ক্লাব। অংশ নেয়া ক্লাবগুলোও জানে না শেষ পর্যন্ত তারা দল মাঠে নামাতে পারবে কি না।
দলবদলের জন্য মাত্র তিন দিন সময় দিয়েছিল বিসিবির নারী উইং। ১১ মে ইমেইলে জানানো হয় ১৫-১৬ তারিখ হবে দলবদল। সময় স্বল্পতায় বিপাকে পড়ে ক্লাবগুলো। ইচ্ছা থাকা সত্ত্বেও নাম প্রত্যাহার করে নেয় শেখ রাসেল ও অ্যাজাক্স ক্লাব। ফলে ১১ দলের লিগ নেমে এসেছে ৯ দলে।
হঠাৎ বিসিবি থেকে এমন নির্দেশনা পেয়ে সময় বাড়ানোর আবেদন করে খেলাঘর। কিন্তু তাতে কর্ণপাত করেনি বোর্ড। দলবদলে অংশ নেয়া ক্লাবগুলোর কর্মকর্তারা অভিযোগ তুলেছেন নারী উইংয়ের পরিচালনা পরষদ নিয়ে। ক্ষোভ ঝেড়েছেন নানা অব্যবস্থাপনা নিয়েও।
কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ম্যানেজার আবদুল মজিদ বলেন, ‘খুব কম সময়ের মধ্যে আমাদের মেইল পাঠিয়ে দলবদলের সময় জানানো হলো। কিন্তু আমরা চেয়েছিলাম আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে। ইতোমধ্যে খেলার তারিখও দেয়া হয়েছে। কিন্তু আমাদের দল গুছিয়ে নিতে তো একটু সময় দেয়া লাগবে। সেদিকে গুরুত্ব দেয়া হয়নি।’
খেলাঘর সমাজকল্যাণ সমিতির ম্যানেজার আবুল বাশার বলেন, ‘ক্লাবের সঙ্গে নারী উইংয়ের কর্মকর্তাদের কোনো সমন্বয় নেই। আমাদের কোনো সময় না দিয়ে তারা হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছে।’
আবাহনী, মোহামেডান, খেলাঘর, সিটি ক্লাব, রূপালী ব্যাংক, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি দল বদলে অংশ নেয়। ইমার্জিং এশিয়া কাপের জন্য ক্রিকেটার ছাড়তে হলে একাদশ সাজানো কঠিন হবে, এমন শঙ্কায় রয়েছে কিছু ক্লাব। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররাও। তারপরও প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের প্রত্যাশা ক্রিকেটারদের।
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে কারা খেলবেন বিশ্বকাপে
২৩ মে মাঠে গড়াবে নারী প্রিমিয়ার লিগ। তবে খেলার ভেন্যু এখনও জানে না ক্লাবগুলো। এসব বিষয় জানতে বারবার চেষ্টা করা হলেও নারী উইংয়ের কেউ গণমাধ্যমের মুখোমুখি হতে রাজি হননি। বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি কোনো উত্তর।
]]>