Skip to content

নিউইয়র্কে ৪ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত | সময় প্রবাস

নিউইয়র্কে ৪ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত | সময় প্রবাস

<![CDATA[

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে উদ্‌যাপন হচ্ছে খুশির ঈদ। শুধু নিউইয়র্কে চারশরও বেশি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকার হাইস্কুল মাঠে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বুধবার (২৮ জুন) স্থানীয় সময় সকালে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে খোলা মাঠ, সড়ক ও মসজিদমুখী হন প্রবাসী মুসলমানরা।

 

নামাজে মূলধারার রাজনীতবিদরাও বিভিন্ন স্থানে জামাতে অংশ নেন। তারা যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও প্রবাসীদের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম।

 

আরও পড়ুন: ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেনসহ বিশ্বনেতারা

 

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি এবং সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে যাক আজকের দিনে আমি এটাই কামনা করছি।

 

নিউইয়র্কের ডেভিড উইপ্রিন বলেন, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আধ্যাতিক ও ধর্মীয়ভাবে এটি একটি অর্থবহ ঈদ হোক।
আমি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন ধরে কাজ করার প্রত্যাশা করছি।

 

আরও পড়ুন: প্রায় পাঁচ হাজার হজযাত্রীর কোরবানির খরচ দিলেন বাদশাহ সালমান

 

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত হয় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায়। থমাস এডিসন হাইস্কুল মাঠে জামাতে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশুও ঈদের নামাজ আদায় করেন। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ। বিশ্ব শান্তি, ও বাংলাদেশের উন্নতির জন্য মোনাজাত করেন সবাই।

 

এ ছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউজার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ম্যাসাচুচেসটসসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত হয়েছে। এতে মুসলমান কমিউনিটির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *