Skip to content

নিজেদের কপাল নিজেরাই পোড়াল আল-হিলাল | খেলা

নিজেদের কপাল নিজেরাই পোড়াল আল-হিলাল | খেলা

<![CDATA[

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল-হিলাল ফুটবল বিশ্বের অন্যতম আলোচ্য বিষয়। সেটি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানো নিয়েই। তবে এবার ক্লাবটি ভিন্ন খবর নিয়ে হাজির হয়েছে। আত্মঘাতী গোলের কারণে এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হারাতে হয়েছে ক্লাবটিকে।

শনিবার (৬ মে) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার ফাইনালে দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হয় জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস ও সৌদি আরবের আল-হিলাল। ম্যাচটিতে আত্মঘাতী গোল করে বসেন হিলালের ডিফেন্ডার আন্দ্রে ক্যারিলো। তাতেই হাতছাড়া হয় এশিয়ার শ্রেষ্ঠ মুকুট। 

 

আরও পড়ুন: ফিফার শাস্তির বিরুদ্ধে সোহাগের আপিল
 

এর আগে ফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল উরাওয়া ও আল-হিলাল। এবার ১-০ গোলে এগিয়ে থেকে ২-১ গোলের অগ্রগামিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরে উরাওয়া। এ নিয়ে মোট তিনবার শিরোপা জিতল জাপানের ক্লাবটি। এর আগে ২০০৭ ও ২০১৭ সালে শিরোপা জিতেছিল উরাওয়া। 
 

হারের দিনে প্রথমার্ধে গোলশূন্য অবস্থা পার করে দুদল। তবে দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে উরাওয়াকে গোল উপহার দেয় আল-হিলাল। পুরো ম্যাচের খলনায়কে পরিণত হন আন্দ্রে ক্যারিলো। অবশ্য শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আল-হিলাল। কিন্তু গোলরক্ষক শুসাকু নিশিকাওয়ার বিপক্ষে ব্যর্থ হতে হয়েছে ক্লাবটিকে। 
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *