Skip to content

নিজের ওপর বিশ্বাস আছে শান্তর | খেলা

নিজের ওপর বিশ্বাস আছে শান্তর | খেলা

<![CDATA[

দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। যদিও আগে অনেক খারাপ সময় পার করে এসেছেন তিনি। পূর্বে যা-ই হোক, শান্ত ভালো করতে চান ভবিষ্যতে, এ ব্যাপারে নিজের ওপর আত্মবিশ্বাসও আছে তার।

রোববার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত। তিনি জানান, ‘প্রেশারে ছিলাম না, কারণ টিম থেকে সাপোর্ট ছিল। আমিও নিজের স্কিলের ওপর বিশ্বাস করি। একটা খারাপ সময় গেছে, চেষ্টা করব আবার সুযোগ আসলে ভালো করার।’

আরও পড়ুন: মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন সাকিব

সাব্বির রহমানের পরিবর্তে শান্ত ওপেন করেছেন বাংলাদেশের ইনিংস। উপরের দিকে যে নামবেন সেটা কবে থেকে জানতেন এই তারকা? শান্ত বলেন, ‘আমি যখনই সুযোগ পেয়েছি, তখনই জেনেছি খেললে উপরের দিকেই খেলব। সে কারণে অনুশীলনও করেছি নতুন বলে। শুরুর দিকে ভালো খেলেছিলাম। যদি একটা পার্টনারশিপ করতে পারতাম, তবে টিমের জন্য ভালো হতো।’

শান্ত আরও বলেন, আমার মনে হয়, মিডল ওভারগুলোতে আমরা দ্রুত উইকেট দিয়েছি। আর প্রথম ইনিংসে উইকেটটা এত কঠিন ছিল না, সেই জায়গায় আমরা আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে ইনিংসটা বড় হতে পারত। তবে মিডল অর্ডারের ব্যাটারদের ভালো খেলা উচিত ছিল। পেসাররা ভালো করছে, ব্যাটাররা আর কিছু বেশি রান করলে হয়তো এটা ওদের জন্য ভালো হতো।’

আরও পড়ুন: শোচনীয়ভাবে হারল বাংলাদেশ

কিউইদের বিপক্ষে সবাইকে অবাক করে দিয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। যদিও তার পছন্দের স্থান তিনে। এত পরে কেন ব্যাট করতে নামলেন টাইগার অলরাউন্ডার? এ সম্পর্কে শান্ত বলেন, ‘সত্যি বলতে এ ব্যাপারে আমি খুব বেশি জানি না। তখন আমি ব্যাটিংয়ে ছিলাম। এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। তবে আমার মনে হয়, হয়তো ডান হাতি-বাঁ হাতি সমন্বয়ের জন্য তিনি পরে নেমেছেন।’

প্রসঙ্গত, ম্যাচ শেষে সাকিবও বলেছিলেন, ডান হাতি- বাঁ হাতির সমন্বয়ের জন্যই সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *