Skip to content

নিজের জায়গাটা পোক্ত করতে পারবেন তো হৃদয়? | খেলা

নিজের জায়গাটা পোক্ত করতে পারবেন তো হৃদয়? | খেলা

<![CDATA[

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনাল চলছিল কুমিল্লা ও সিলেটের মাঝে। খেলার মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড ঘোষণা করে দেয় বিসিবি। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ দলে নতুন মুখ তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবার বিপিএলে ভালো খেলার পুরস্কার পেলেন তৌহিদ হৃদয়। সরাসরি জায়গা হয়ে গেল বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে। তবে শুধু বিপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়া কতটা যুক্তিযুক্ত?

এবারের বিপিএলে দারুণ পারফর্ম করেছেন ২২ বছর বয়সী তৌহিদ হৃদয়। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড়ে ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন, যা বিপিএলে এবার তৃতীয় সর্বোচ্চ। এমন পারফরমেন্সের ওপর ভিত্তি করে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সবাই বাহবাই দেয়ার কথা। তবে বাংলাদেশসহ দলের সাবেক অধিনায়ক মাশরাফী তৌহিদের সুযোগ পাওয়াটা একটু ভিন্ন চোখে দেখছেন। মাশরাফী মনে করেন, তৌহিদের জাতীয় দলে সুযোগ পাওয়াটা একটু তাড়াহুড়োই হয়ে গেছে।  

আরও পড়ুন: ইংল্যান্ড ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ হৃদয়  

কুমিল্লার বিপক্ষে ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, ‘তৌহিদ হৃদয় ক্যারিয়ারে একদমই শুরুর দিকে আছে। আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। সবাইকে এটা মেনে নিতে হবে। জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার খেলবে। আমি প্রত্যাশা করছি না…ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রত্যাশায় লাগাম থাকা উচিত। কারণ ছেলেটাকে খুব দ্রুতই দলে নেয়া হয়েছে।’

এই রকম অনেক ক্রিকেটারই আছেন, যারা বিপিএলে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে জাতীয় দলে ভালো পারফর্ম না করায় তাদের দল থেকে ছুড়ে ফেলে দেয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, মেহেদি মারুফ, মুনিম শাহরিয়ার, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম আরও অনেকে।

মাশরাফীর ভয় বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতির কারণে। জাতীয় দলে এসে ভালো করতে না পারলে হৃদয়কে ছুড়ে ফেলা হতে পারে বলে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে যেভাবে সংগ্রাম করতে হয়েছে তা মনে করিয়ে দিয়ে মাশরাফী বলেন, ‘এখন সে যদি রান না করে, তাহলে যেন তাকে ফেলে না দেয়া হয়। তখন কিন্তু আমরা প্রশ্ন করি না, কেন এক টুর্নামেন্ট দেখেই তাকে দলে নেয়া হয়েছিল, আর কেনই–বা দুই ম্যাচ খেলানোর পর বাদ দেয়া হলো। সে জন্য (দলে) নেয়ার সময় যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেয়ার সময়ও খেয়াল রাখতে হবে। বারবার লিটন ও শান্তকে যেভাবে সেট করেছেন, ওদের কিন্তু প্রচুর চাপ নিতে হয়েছে। একটা ছেলেকে বিভিন্ন জায়গায় খেলিয়ে সেট করা যায়। কিন্তু জাতীয় দলে কাউকে সেট করা দলের জন্য যেমন কঠিন, সেই ক্রিকেটারের জন্যও।’

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে পরিচিত মুখ সবাই রয়েছেন। তবে ভারত সিরিজে খেলা ইয়াসির আলী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বাদ পরেছেন। আগামী পহেলা মার্চ ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আরও পড়ুন: তৌহিদকে দলে নেয়াকে তাড়াহুড়ো বললেন মাশরাফী  

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।
    

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *