Skip to content

নিম্নমুখী ডেনমার্কের মূল্যস্ফীতি | বাণিজ্য

নিম্নমুখী ডেনমার্কের মূল্যস্ফীতি | বাণিজ্য

<![CDATA[

বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানোর পর কমতে শুরু করেছে ডেনমার্কের মূল্যস্ফীতি। টানা দুই মাস ধরে দেশটির মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে। এ ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৯ জানুয়ারি) স্ট্যাটিস্টিকস ডেনমার্ক জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় বিদায়ী বছরের ডিসেম্বরে খাদ্যমূল্য সূচক ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। যা গত নভেম্বরে ছিল ৮ দশমিক ৯ শতাংশ। আর গত অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১ শতাংশ। যা বিগত চার দশকের মধ্যে সর্বোচ্চ।

আরবেজডারনে ল্যান্ডসব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জেপ্পে জুল বোরে বলেন, ‘আবারও মূল্যস্ফীতির হার কমতে দেখা খুবই স্বস্তির বিষয়। ২০২৩ সালেও এ ধারা অব্যাহত থাকবে কারণ বিশ্বব্যাপী খাদ্যের দাম কমছে। সেই সঙ্গে জাহাজ ভাড়া ও কাঁচামালের দামেও নিম্নমুখী।’

আরও পড়ুন: মন্থর হতে চলেছে তুুরস্কের মূল্যস্ফীতি

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

ডেনিশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদায়ী বছরের নভেম্বর থেকে ডিসেম্বরে দেশটিতে পণ্যমূল্য শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। কারণ বিদ্যুতের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে পেট্রোল ও ডিজেলের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *