<![CDATA[
সরকার, জনগণ, চালক ও গাড়ির মালিকসহ সবাইকে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাওয়া স্বাধীনতা যুদ্ধের চেয়ে বড় কিছু না। আমরা বাঙালিরা ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ফেলেছি। আর এটা তো দেশের ভেতরে মানুষের চলাচলের নিরাপত্তা চাওয়া মাত্র। সবাই আন্তরিক না থাকায় দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এ জন্য সবাই মিলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হবে।’
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠী কালচারাল একাডেমির হলরুমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা এড়াতে সবার আন্তরিকতা প্রয়োজন। সবাইকে নিজেদের মানসিকতা ও চিন্তা-চেতনা পাল্টাতে হবে, রাষ্ট্রকেও কঠোর হতে হবে। রাষ্ট্র কঠোর ভূমিকা রাখলে দুর্ঘটনা রোধ করা সম্ভব। নিজেদের সুরক্ষায় নিয়মনীতি মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে, তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।’
আরও পড়ুন: নিরাপদ সড়ক বাস্তবায়নে ৩৫৮ মিলিয়ন দেবে বিশ্বব্যাংক
নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় গৃহহীনদের জন্য নির্মাণ করা ঘরগুলোর আনুষ্ঠানিক হস্তান্তর উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব উল আহসান প্রমুখ।
আরও পড়ুন: এক বছরে সড়ক-নৌপথ ও রেলে প্রাণহানি ৮১০৪
আলোচনায় নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর বিরিশি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নানা দিক নির্দেশনামূলক আলোচনা হয়। পরে ঘরগুলো হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আলোচনা শেষে কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংয়ের আয়োজনে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
]]>