<![CDATA[
আইনী জটিলতায় আটকে আছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। নির্বাচিত কমিটি না থাকায় দীর্ঘদিন হয় না বড় কোনো টুর্নামেন্ট বা লিগ। এতে স্থবিরতা নেমে এসেছে জেলার ক্রীড়াঙ্গনে। মাঝে মাঝে সরকারিভাবে শিক্ষার্থীদের জন্য টুর্নামেন্টের আয়োজন করা হলেও হয় না বড় কোনো টুর্নামেন্ট।
ঝিনাইদহ জেলা স্টেডিয়ামের তিন দিকে বড় গ্যালারি। আরেকদিকে প্রশাসনিক ভবন। মাঝখানে বিশাল খেলার মাঠ। এক সময় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনো খেলা চলতো নিয়মিত। কিন্তু এখন আর মাঠে পদচারণা নেই খেলোয়াড়দের। শরীরচর্চা বা অনুশীলনের জন্য আসেন অনেকেই। কিন্তু গেল ৫ বছর ধরে বন্ধ রয়েছে খেলা। হয় না ঘরোয়া লিগ ও টুর্নামেন্টও।
আরও পড়ুন: হকির জন্য আনা হচ্ছে হাই প্রোফাইল কোচ
সংশ্লিষ্টরা জানান, আইনী জটিলতার কারণে বন্ধ রয়েছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি হলেও বর্তমানে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্য পদগুলোও রয়েছে শূন্য। কমিটি না থাকায় বন্ধ রয়েছে খেলাধুলা। উন্নয়ন নেই খেলার মাঠের। সৃষ্টি হয়েছে ঝোপঝাড় আর জঙ্গলের। এতে হতাশা বিরাজ করছে খেলোয়াড়দের মাঝে। তাই দ্রুত এ সমস্যা সমাধানের দাবি তাদের।
সমস্যা সমাধান করে ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফেরাতে নেয়া হয়েছে উদ্যোগ। জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি। যদি কোনো ধরনের আইনগত বাধা থাকে, আমরা সেটা দূর করার জন্য পদক্ষেপ নেব।’
আরও পড়ুন: ফেসবুকের জনক পিছিয়ে নেই ক্রীড়াজগতেও, জিতলেন স্বর্ণপদক
সর্বশেষ ২০১৫ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকার অসঙ্গতি আছে দাবি করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন সাবেক সাধারণ সম্পাদক জীবন কুমার। এরপর থেকে বন্ধ রয়েছে নির্বাচন।
]]>