<![CDATA[
জাতীয় নির্বাচন বন্ধে বিএনপি-জামায়াত মরণকামড় দেবে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সড়কে জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রসঙ্গে শামীম ওসমান বলেন, দেশকে ধ্বংস করতে স্বাধীনতাবিরোধী শকুনরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে বিএনপি-জামায়াত এখন নির্বাচন বন্ধ করতে চায়। ভোরে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেভাবে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। ওরা মরণকামড় দেবে। কারণ, তারা জানে নির্বাচনে জিততে পারবে না।
তিনি বলেন, ‘২০০১ সালের ১৬ জুন আমি কী অপরাধ করেছিলাম? গোলাম আযমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। এটাই ছিল আমার অপরাধ। সেই অপরাধে জাতীয় সংসদে খালেদা জিয়া বলেছিলেন আমাকে দেখে নেবেন। ভেবেছিলাম হয়তো মামলা বা জেল দেবে। কিন্তু কাপুরুষের মতো এভাবে দেখে নেবেন, সেটা ভাবি নাই। আমাকে হত্যা করতে বোমা ব্লাস্ট করা হলো। ২০ জনকে তারা হত্যা করেছে।’
আরও পড়ুন: ‘বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’
শামীম ওসমান বলেন, ‘আজ সেই দিনটার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। ওরা আবার মরণকামড় দেবে। এই মরণকামড় কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ওরা নির্বাচন বন্ধ করতে চায়। কারণ, ওরা জানে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। তারা শেখ হাসিনাকে স্তব্ধ করতে চায়। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। ইলেকশন করব কি করব না, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তবে বাংলাদেশকে বাঁচানোর জন্য এবং আমাদের বাঁচার জন্য শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।’
সামনে কঠিন সময় আসছে জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘অনেকে অনেক কথা বলে। কিন্তু সময়মতো পাওয়া যায় না। ত্যাগী নেতারা বুকে অনেক কষ্ট নিয়ে বসে আছে। তাই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। তা না হলে রাজপথে কর্মী থাকবে না। এটা সবাইকে জানতে ও মানতে হবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময়। এ ছাড়া আর কোনো পথ নেই।’
আরও পড়ুন: আগামী নির্বাচনে বিএনপি থেকে বহু উকিল সাত্তার বেরিয়ে আসবে: তথ্যমন্ত্রী
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জকে তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেমন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেভাবে বিএনপি জামায়াতের মোকাবিলা করতে আমাদের তৈরি হতে হবে। তবে আমার নেত্রী শেখ হাসিনাকে গালি দেবে আর আমরা চুপ করে বসে থাকব, সেটা হবে না। নিউইয়র্কে একাই বিএনপির ১৫০ জনকে মোকাবিলা করেছিলাম। ছাড় দেই নাই। বাংলাদেশ তো বহু দূরের কথা। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করতে নারায়ণগঞ্জের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
]]>