Skip to content

নিলামে তোলা হচ্ছে মাইকেল জ্যাকসনের হ্যাট | বিনোদন

Michael Jackson's 'Moonwalk' hat to be auctioned in Paris in September

<![CDATA[

পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের গান যেভাবে সবাইকে মাতিয়ে রাখত, একইভাবে এই কিংবদন্তির নাচও সবাইকে মুগ্ধ করত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘মুনওয়াক’ নাচটি।

প্রয়াত পপ-কিংবদন্তি প্রথমবার ‘মুনওয়াক’ নাচের সময় যে কালো রঙের টুপি পরেছিলেন, এবার সেটি নিলামে উঠতে যাচ্ছে।

আগামী সেপ্টেম্বরে প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে একটি নিলামের আয়োজন করা হবে। সেখানে নিলাম প্রতিষ্ঠান দ্রুয়োত তাদের সংগ্রহে থাকা জ্যাকসনের হ্যাটটি নিলামে তুলবে। এর আনুমানিক মূল্য ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো।
 

মাইকেল জ্যাকসনের হ্যাট।

১৯৮৩ সালে টেলিভিশনে সম্প্রচারিত মোটাউন কনসার্টের সময় ‘বিলি জিন’ গানটি করার সময় হ্যাটটি পরেছিলেন জ্যা ওই কনসার্টে ‘বিলি জিন’ গানের এ পর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন কিংবদন্তি। পরবর্তীতে এই নাচ তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

আরও পড়ুন: হানি সিংকে প্রাণনাশের হুমকি

ওই নিলামে সংগীত জগতের আরও বিভিন্ন  স্মারক তোলা হবে। এর মধ্যে আছে- মার্কিন সংগীতশিল্পী ব্লুসম্যান টি বোন ওয়াকারের একটি গিটার (আনুমানিক মূল্য ১৫০০০০ ইউরো), মার্টিন গোরের পরা একটি স্যুট এবং ম্যাডোনার যেকোনো একটি স্বর্ণপদক।

জানা যায়, আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে নিলামের আয়োজন করা হবে। এ ছাড়া নিলামে প্রায় ২০০টি জিনিস তোলা হবে। এতে কি কি থাকবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ৪ জুলাই প্রকাশ করা হবে।

সূত্র: এনডিটিভি

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *