Skip to content

নুরকে গ্রেফতার ও ইসরাইলি সংযোগের তদন্ত দাবি | বাংলাদেশ

নুরকে গ্রেফতার ও ইসরাইলি সংযোগের তদন্ত দাবি | বাংলাদেশ

<![CDATA[

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সাক্ষাতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার। এ ছাড়া নুরুকে গ্রেফতারের দাবি জানান তিনি।

শুক্রবার (২৩ জুন) কক্সবাজারে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান কবির বিন আনোয়ার।

 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এ প্রধান সমন্বয়ক বলেন, ষড়যন্ত্র যেন ডালপালা মেলতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

 

তিনি বলেন, ‘মেন্দি এন সাফাদির সঙ্গে নূরের বৈঠকের বিষয় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বক্তব্য গণমাধ্যমে আমি দেখেছি। নির্বাচনকে সামনে রেখে বিদেশি অপশক্তিগুলো বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। এমন এক অবস্থায় ইসরাইলের গোয়েন্দা সংশ্লিষ্ট কারও সঙ্গে বৈঠকের বিষয়টি কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই। তাই আমি দাবি জানাচ্ছি, দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করবে। এর সিরিয়াস ইনভেস্টিগেশন প্রয়োজন।’

 

এর আগে ২০১৬ সালে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি আলোচনায় আসার পর গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এরপর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ আরও বেশ কিছু মামলা হয়। এখনো তার মামলা চলমান রয়েছে।

 

আরও পড়ুন: বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

 

এদিকে ডাকসুর সাবেক ভিপি এবং গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সিরিয়া বংশোদ্ভূত এই ইসরাইলি নাগরিক সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি স্বীকার করেননি। তিনি ফেসবুক লাইভে দেয়া বক্তব্যে এক সময় বলেন, মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক হয়েছে তাতে কি। বাংলাদেশের আইনে কি কোথাও বলা আছে ছবি তোলার আগে সরকারের পারমিশন নেবে, আদালতের অনুমতি নেবে? তবে আপনারা কেন অতি উৎসাহী অতি কথন গল্প রচনা করছেন। মেন্দি এন সাফাদির সঙ্গে যদি মিটিং হয়ে থাকলে হয়েছে। আলোচনা হয়ে থাকলে হয়েছে। সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে তাতে আপনাদের কী?

 

যদিও পরবর্তীকালে নুর জানিয়েছিলেন, এ কথাগুলো প্রসঙ্গক্রমে তিনি বলেছেন। সাফাদির সঙ্গে তার দেখা হয়নি। এবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত নুরের ইসরাইলি সংযোগের বিষয়ে তথ্য প্রদান করায়, তাকেও আক্রমণ করে বসেন এই নুর।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *