<![CDATA[
এই গ্রীষ্মের দলবদলের মৌসুমেই নেইমারকে দলে ভেড়াতে আলোচনায় বসেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে প্রতিনিধি হিসেবে কাজ করছেন জাতীয় দলের সতীর্থ ক্যাসেমিরো। দাবি, ফরাসি সংবাদমাধ্যম লেকিপের।
পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি। এরপর সমর্থকদের দুয়ো থেকে পাননি রেহাই। তার বাড়ির সামনে গিয়ে ক্লাব ছাড়ার জন্য গলা ফাটিয়েছে প্যারিসিয়িান সমর্থকরা। অশান্তি ছিল ক্লাবের ভেতরেও।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার দ্বন্দ্বের খবর বেশ কয়েকবারই এসেছে গণমাধ্যমে। এদিকে অধিক বেতন-ভাতা দিয়ে ক্লাবও তাকে রাখতে চাচ্ছে না। সবমিলিয়ে আগামী গ্রীষ্মের দল বদলে তার পিএসজি ছাড়ার আলোচনাটা জোরালো।
আরও পড়ুন: মেসিকে অ্যাস্টন ভিলায় নিয়ে যেতে চান মার্টিনেজ
ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে পেতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে একাধিক ক্লাব। এর আগে গুঞ্জন ছিল, নিউক্যাসল ইউনাইটেড তাকে আগামী গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে দলে টানবে। এবার গুঞ্জনটা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে।
ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের দাবি, নেইমারকে দলে ভেড়াতে একাধিক ইংলিশ ক্লাব পিএসজির সঙ্গে আলোচনায় বসেছে। তবে সবার চেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন: আর্জেন্টিনা বিশ্বকাপ: যারা হতে পারেন আগামীর মেসি-নেইমার
৩১ বছর বয়সী এ ব্রাজিলিয়ানকে রেড ডেভিল শিবিরে আনতে ক্লাবকে জোর দিচ্ছে জাতীয় দলের সতীর্থ ক্যাসেমিরো। তবে বর্তমানে নেইমারের যে মার্কেট ভ্যালু তাতে আপাতত তাকে লোনে নেয়ার চিন্তা করছে ইংলিশ ক্লাবটি। যদিও পিএসজি তাকে স্থায়ীভাবে ক্লাব থেকে বিদায় করার চিন্তা করছে।
প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ইউনাইটেড। আর এক পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। যেখানে দলের শক্তি বাড়াতে এরিক টেন হ্যাগের পরিকল্পনায় থাকতেই পারেন নেইমার।
]]>