<![CDATA[
নেত্রকোনা শহরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শহরের পূর্বচকপাড়া কোর্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে একটি ট্রেন মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাটি দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
এ বিষয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনের নিচে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধ কাটা পড়েছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
রেলওয়ে পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, ঘটনাস্থলে এসে দেখি বৃদ্ধের বিচ্ছিন্ন মরদেহ পড়ে আছে। পরে এলাকার লোকজন জানান নিহত ব্যক্তি এই এলাকার নয়।
]]>