<![CDATA[
নেত্রকোনার কেন্দুয়ায় নিজের পুকুরে সেচ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আনিসুর রহমান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে নিজ পুকুরের পানি শুকানোর জন্য সেচ মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান আনিসুর।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা কর্মচারীর মৃত্যু
পরে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, আনিসুর রহমান তার বাড়ির পাশের পুকুরের পানি শুকানোর জন্য নিজের ঘর থেকে সেচ মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
]]>