Skip to content

নেত্রকোনায় সড়কে ঝড়ল মোটরসাইকেল চালকের প্রাণ | বাংলাদেশ

নেত্রকোনায় সড়কে ঝড়ল মোটরসাইকেল চালকের প্রাণ | বাংলাদেশ

<![CDATA[

নেত্রকোনায় ট্রলি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোজাম্মেল হক (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়েছে।

রোববার (৪ জুন) জেলার আটপাড়া-মদন সড়কের তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সময় সংবাদকে এ  তথ্য নিশ্চিত করে জানান, নিহত মোজাম্মেল মাটিকাটা গাঙপাড় এলাকার বাসিন্ধা।

 

আরও পড়ুন: নেত্রকোনায় পুকুরে ভাসমান ২ শিশুর মরদেহ উদ্ধার

ওসি আব্দুর রহিম জানান, সন্ধ্যায় তিনিসহ মোট তিনজন একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে একসঙ্গে ঘুরছিলো। এসময় নেত্রকোনা মদন সড়কের মাটিকাটা এলাকায় অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করে এগিয়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রলি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর দুই আরোহীও আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *