Skip to content

নেত্রকোনায় ১২ জুয়াড়ি গ্রেফতার | বাংলাদেশ

নেত্রকোনায় ১২ জুয়াড়ি গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুয়া খেলার আসর থেকে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বুধবার (১২ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মো. সাজল মিয়া (৩৮), মো. আল মামুন (২৫), মো. আল আমিন  (৩৬), মো. হানিফ মিয়া (৪৫) ও রংছাতি ইউনিয়নের মো. ফারুক  মিয়া (৩০), মো. আইনল হক (২৫), মো. আরাফাত হোসেন মৌলা (৩৪), মো. উজ্জ্বল মিয়া (২৮), মো. রিপন মিয়া (৩৫), মো. আমিরুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (৩০) ও মো. তারেকুজ্জামান (৩২)।

আরও পড়ুন:  নাটোরে পাওনা টাকা চাওয়ায় কৃষক খুন

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জুয়া খেলার খবর পেয়ে ডাইয়ারকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *