Skip to content

নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন | বাংলাদেশ

নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন | বাংলাদেশ

<![CDATA[

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন শেষে অংশীজনদের মাঝে চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও চেক বিতরণ অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান।

আরও পড়ুন:  গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষক কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন বিভাগ নোয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *