<![CDATA[
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছির আরাফাত।
আরও পড়ুন: ডিমের দামের কারসাজি মোবাইল মেসেজে!
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন ও ডিমের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে মাঠে নামে প্রশাসন। এর অংশ হিসেবে বিকেলে চৌমুহনী বাজারে ডিমের দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ১২ টাকা ৫০ পয়সার স্থলে প্রতিটি ডিম ১৩ টাকা ৫০ পয়সা করে বিক্রি, মূল্য তালিকায় ডিমের দাম হালনাগাদ ও গ্রাহকের সামনে দৃশ্যমান না থাকায় পাঁচটি ডিম বিক্রিকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছির আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, ডিমের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে চৌমুহনী ফাঁড়ি থানা পুলিশ।
]]>