<![CDATA[
শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।
সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হয়ে যাওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে কোনো সংলাপ নয়: শেখ হাসিনা
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯নং ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন। জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে এক হাজার ৩০৬ জন।
]]>