Skip to content

নড়াইলে আগ্নিকাণ্ডে ১৬ বাড়িঘর পুড়ে ছাই | বাংলাদেশ

নড়াইলে আগ্নিকাণ্ডে ১৬ বাড়িঘর পুড়ে ছাই | বাংলাদেশ

<![CDATA[

নড়াইলে সদর উপজেলার চরশালিখা গ্রামে অগ্নিকাণ্ডে ১৬ বাড়িঘর পুড়ে ছাই গেছে। সোমবার (৫ জুন) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরশালিখা গ্রামে আধাপাকা বসত ঘরের মিটারের সরবরাহ লাইনে শর্ট সার্কিট হয়ে প্রথমে চাঁন মিয়ার বাড়িতে আগুন লাগে। এর পর আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িঘরে। এতে একের পর এক বসতঘর, রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায়। এসময় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৮ পরিবারের ব্যবহারের সব মালামালসহ মোট ১৬ বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন:  বাগেরহাটে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

এদিকে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

লোহাগড়া ফায়ার স্টেশন ইনচার্জ অমল কৃষ্ণ বসু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। কাঁচা রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সমস্যা হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *