Skip to content

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন | বাংলাদেশ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন | বাংলাদেশ

<![CDATA[

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাফায়েত ওরফে শরাফত শেখ নামে ঈগল পরিবহনের এক কাউন্টার মাস্টারের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। সেই সঙ্গে তাকে বাঁচাতে গেলে আরও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়িবাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শাফায়েত ও শামীম নামে তার এক ভাইপোকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা পক্ষ এবং আতাউর মৃধা ও শাফায়েত শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারই জেরে শনিবার হামলার শিকার হয় শাফায়েত শেখ।

এদিন সকালে শাফায়েত ঈগল পরিবহন কাউন্টার খুলতে বাড়ির পাশের চাঁচুড়িবাজারে গেলে রবিউল মোল্যার নেতৃত্বে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। এ সময় শাফায়েতকে বাঁচাতে গেলে তার ভাই ফুল মিয়া, ভাইপো শামীম ও লোকমানকেও নির্মমভাবে কুপিয়ে আহত হামলাকারীরা।

পরে স্বজন ও আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত শাফায়েত ও তার ভাইপো শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, রবিউল মোল্যার নেতৃত্বে চন্দ্রপুর গ্রামের সাজ্জাদ মেম্বার হত্যাসহ দীর্ঘদিন যাবত এলাকায় নানান সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হলেও তার শাস্তি না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা।

আরও পড়ুন: নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-লুটপাট

নড়াইল সদর হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার ডা. মো. আনিসুর রহমান জানান, হামলার শিকার চার জনের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অস্ত্রের আঘাতে শাফায়েতের বাম হাত বিচ্ছিন্ন হয়েছে এবং বাকিদেরও হাতপা বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে। শাফায়েত ও শামীমের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উচ্চতর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, ‘এ ঘটনায় শাফায়েতের ভাই লায়েক শেখ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এজাহার ভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জমানা বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *