Skip to content

নড়াইলে বিদ্যুতায়িত হয়ে থাকা পুকুরে নেমে বিএনপি নেতার মৃত্যু | বাংলাদেশ

নড়াইলে বিদ্যুতায়িত হয়ে থাকা পুকুরে নেমে বিএনপি নেতার মৃত্যু | বাংলাদেশ

<![CDATA[

নড়াইলে বিদ্যুতায়িত হয়ে থাকা পুকুরে নেমে শহিদুল ইসলাম (৪৮) নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামে শহিদুল নিজের পুকুরে নেমে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

শহিদুল ইসলাম ডুমুরতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, শহিদুল নিজের বসতবাড়ি লাগোয়া পুকুর সংস্কারের জন্য তাতে সাবমার্সেবল পাম্প বসিয়ে পানি অপসারণ করছিলেন। এ সময় পাম্পের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে গেলেও তিনি বুঝতে পারেননি। পুকুরে মাঝখানে বসানো ঐ পাম্প থেকে হঠাৎ পানি ওঠা বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার সকালে শহিদুল পাম্প সচল করতে পুকুরের পানিতে নামতেই বিদ্যুতায়িত হন। 

 

আরও পড়ুন: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, বিদ্যুতায়িত হওয়ার পর শহিদুল চিৎকার দিয়ে নিস্তেজ হয়ে পড়ে। চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা ছুটে গিয়ে পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে শহিদুলকে মৃত ঘোষণা করেন।

বিএনপির দলীয় সূত্র জানা গেছে, তিনি পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *