Skip to content

পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত জয়া আহসান | বিনোদন

পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত জয়া আহসান | বিনোদন

<![CDATA[

বলিউডে ডেব্যু করতে চলেছেন জয়া আহসান। এরই মধ্যে হিন্দি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে সেই ছবির শুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন এই ছবিতে কাজ করে তার অনুভূতির কথা। সেখানেই জানান পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তার অভিজ্ঞতার মাত্রা কেমন।

গত বছরই জানা গিয়েছিল, বলিউডে ডেব্যু করবেন জয়া আহসান। ৩৯ বছর বয়সেও দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রীর রূপের ছটা ঘুম কাড়ে শত ভক্তের। দুই বাংলার দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে হিন্দি ছবিটির শুটিং শেষ করলেন অভিনেত্রী। তারই কিছু অভিজ্ঞতার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তার সঙ্গে শেয়ার করেছেন শুটিং সেট-এর নানা ছবি।

জানা গেছে, ছবির নাম ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এই প্রথম বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বাঁধলেন জয়া। ছবিতে আরও রয়েছেন ‘দিল বেচারা’খ্যাত সঞ্জনা সাঙ্ঘি। ছবিটির কিছু অংশের শুটিং কলকাতায় করা হয়েছে।

আরও পড়ুন: ভক্তদের টানাটানিতে সিক্সপ্যাক দেখালেন শুভ

শনিবারই শেষ হয়েছে ছবির শুটিং। সেট থেকে একগুচ্ছ ছবি নিজের ইন্সটায় শেয়ার করেছেন জয়া। আর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি ভীষণ খুশি, অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে ধন্য। আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীকে টনিদা বলে ডাকতেই বেশি পছন্দ করি। গোটা ছবিতে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘পঙ্কজ ত্রিপাঠী এবং অন্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। একজন শিল্পীর শেখার কোনো শেষ নেই। এই গোটা ছবির শুটিংয়ে আমি অনেক কিছু শিখেছি। টিমের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সাহায্য করার জন্য। আপনাদের সবার সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

এত কিছুর ভিড়েও পঙ্কজ ত্রিপাঠীকে স্মরণ করতে ভোলেননি জয়া। লিখেছেন, ‘পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতার সঙ্গে কাজ করা আমার জন্য আসলে বিশাল অভিজ্ঞতা ছিল। এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

আরও পড়ুন: শাকিব খান এখন দুবাই

অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে ‘উইজ ফিল্মস’। জানা গেছে, ছবিটি ডিটেক্টিভ ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের মিলিত হওয়ার গল্প রয়েছে। ছবির গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায়চৌধুরী। নিঃসন্দেহে বলিউডে দারুণ অভিষেক হতে যাচ্ছে জয়ার। তবে ছবির শুটিং শেষ হলেও মুক্তির তারিখ নিয়ে এখনও কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *