Skip to content

পছন্দের মানুষ ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে, বুঝবেন যেভাবে | লাইফস্টাইল

পছন্দের মানুষ ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে, বুঝবেন যেভাবে | লাইফস্টাইল

<![CDATA[

ভালোবাসা দিবসের আগেই জেনে নিন কেউ আপনাকে মনে মনে ভালোবাসে কি না। বুঝতে চেষ্টা করুন আপনি কি তার পছন্দের ব্যক্তি? কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই আপনি এর উত্তর নিজেই খুঁজে পাবেন। তাই আজকের আয়োজনে থাকছে ভালোবাসার মানুষকে খুঁজে নেয়ার দারুণ কিছু টিপস।

ভালোবাসাকে যতই মানুষ হৃদয়ঘটিত বিষয় বলুক না কেন, চিকিৎসাবিজ্ঞানে এটি পুরোপুরি ব্রেন বা মস্তিষ্কের দখলে। কারণ হিসেবে এ শাস্ত্রে ব্যাখ্যা দেয়া হয়েছে যে, মানুষ যখন কাউকে পছন্দ বা ভালোবাসতে শুরু করে, তখন তার ব্রেনে বেশ পরিবর্তন লক্ষ করা যায়।

এ সময় ভালোবাসার হরমোন অক্সিটোসিন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাই যখন সে পছন্দের ব্যক্তি আপনার আশপাশে থাকবে, তখন আপনার ব্রেন কিছু সুনির্দিষ্ট কাজ করবে। যার প্রভাবে আপনার আচরণে বিশেষ কিছু পরিবর্তন আসবে। এ পরিবর্তনই জেনে নিয়ে আপনি বুঝে ফেলতে পারেন কোন মানুষটি আপনাকে ভালোবাসে কিংবা পছন্দ করে।

আরও পড়ুন: শাশুড়ির মন পেতে এই টিপস মেনে চলুন নববধূরা

ব্রেনে মূলত এ পরিবর্তনগুলো ঘটে পছন্দের মানুষকে ভালোলাগার ইঙ্গিত দেয়ার জন্য। তাই আসুন জেনে নিই সেই পরিবর্তনগুলো–

১। যদি স্বাভাবিক কথোপকথনের মাঝে কেউ আপনার প্রায়ই প্রশংসা করে, তবে আপনি গ্রিন সিগন্যালে আছেন বলে ধরে নিতে পারেন।

২। যদি কাউকে দেখেন আপনার পছন্দ কিংবা অপছন্দকে গুরুত্ব দিচ্ছে, তাহলে বুঝে নিন তার ভাবনাচিন্তায় প্রায়ই আপনি আসা-যাওয়া করেন।

৩। আপনাকে যে পছন্দ করবে সে সবসময়ই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। যেকোনো বিষয়ে কথা বলতে আপনার সঙ্গে আগ্রহ প্রকাশ করবে।

৪। হাস্যরসের মাধ্যমে সে প্রায়ই আপনার দিনটি আনন্দময় করে তুলতে চাইবে। আপনার মন ভালো রাখার জন্য চেষ্টা করবে।

৫। কোনো সমস্যায় পড়লে পাশে সাহায্য করার জন্য আপনি তাকে পেয়ে যাবেন। অনেক সময় সঠিক গাইডলাইনও আপনাকে দিতে পারে সে।

আরও পড়ুন: মরিচ মৃত্যুঝুঁকি বাড়ায় নাকি কমায়?

৬। এই পয়েন্টই সবচেয়ে বেশি মনোযোগ দিন। সাইকোলজি ফ্যাক্ট অনুযায়ী, আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে, আপনার সঙ্গে সেভাবে কথা বলবে না। আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তন হবে।

৭। অনেক সময় ভালো লাগার মানুষকে নিজের অভিব্যক্তি বা ভালোলাগার বিষয়টি বোঝাতে না পারলে অভিমানে সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে।

যদি এই সাতটি বিষয় কারো মধ্যে লক্ষ করেন, তবে আপনাকে বুঝে নিতে হবে, পছন্দের মানুষ ভালোলাগার ইঙ্গিত দিচ্ছে আপনাকে। তাই ভালোবাসা দিবসের আগেই তা বুঝে নিয়ে প্রিয় সঙ্গীকে খুঁজে নিতে পারেন আপনি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *