<![CDATA[
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক বাড়ি থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কমলা বানু (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলার ডেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট ভুল্লিপাড়া গ্রাম থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
আটক কমলা বানু একই গ্রামের রেজাউলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে লক্ষিরহাট ভুল্লিপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশ সদস্যরা রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতরে থাকা একটি ট্রাংক থেকে মৃত মানুষের চারটি কঙ্কাল উদ্ধার করে। এ সময় কমলা বানু নামে ওই নারীকে বাড়ি থেকে আটক করা হয়।
আরও পড়ুন: খুনের ৫ বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন ৪টি কঙ্কাল উদ্ধারসহ এক নারীকে আটকের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করবে। এ ঘটনায় মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
]]>