Skip to content

পটুয়াখালীতে আরও ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত | বাংলাদেশ

পটুয়াখালীতে আরও ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত | বাংলাদেশ

<![CDATA[

পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয়রা। মশা নিধনে গ্রামে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ রোগীসহ মোট ৯১ জন পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৩৭ জন। মোট ২৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানায় জেলার সিভিল সার্জন সূত্র।

পটুয়াখালী দুমকি উপজেলা থেকে ডেঙ্গু রোগী মো. বেল্লাল গাজী বলেন, ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রামে বাড়িতে আসি। বর্তমানে ডেঙ্গুতে হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। শহরে ডেঙ্গু নিধনের জন্য স্প্রে করা হলেও গ্রামে নেয়া হয় না কার্যকর ব্যবস্থা।

আরও পড়ুন:  কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ৯১ শতাংশই রোহিঙ্গা

সদর উপজেলা লাউকাঠি ইউনিয়নের বাসিন্দা আরিফুর রহমান জানান, শহরের মত আমাদের গ্রামে মশা মারার স্পে করলে ভালো হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধয়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,  দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগীদের সেবা দিতে প্রস্তুত আছি। হাসপাতালে পর্যাপ্ত সেলাইন ও ওষুধ রয়েছে।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *