<![CDATA[
পটুয়াখালীতে বিএনপির জন সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জন সমাবেশ শুরুর আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের বনানী মোড়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় একে অপরের ওপরে হামলা চালায় উভয় পক্ষের নেতাকর্মীরা। এতে আহত হয় অন্তত ২০ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির সমাবেশে স্লোগান নিয়ে দু’গ্রুপের মারামারি
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করার চেষ্টা করলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবী লীগ। এতে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, পটুয়াখালী সবুজ বাগ মোড় থেকে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শান্তি সমাবেশ শুরু করলে ছাত্র দলের নেতাকর্মীরা আমাদের কর্মীদের ওপর হামলার চালায় এতে আমাদের ১০ জন কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।
]]>