<![CDATA[
পটুয়াখালীতে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা।
শুক্রবার (৯ জুন) সকালে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিহত জাহাঙ্গীর ফকিরের স্বজনসহ কয়েক শত নারী পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান; না হলে পরবর্তীতে আবারও বিক্ষোভ ও মানববন্ধনের ঘোষণা দেবেন বলে জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন- মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান মো. জাফরউল্লাহ, নিহতের স্ত্রী ফাতেমা বেগম, মো. মহিবুল্লাহসহ আরও অনেকে।
আরও পড়ুন: পঞ্চগড়ে চা পাতার ন্যায্য মূল্য পেতে মানববন্ধন
মানববন্ধন শেষে মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এরপর মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর ফকিরের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, নেশা করতে না দেয়ায় গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাটসংলগ্ন সিকদার রেস্টহাউসে ঢুকে সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। টানা ৬ দিন যন্ত্রণা ভোগের পর বুধবার (৭ জুন) ভোরে তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়নাল ফকিরের ছেলে।
]]>