Skip to content

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় খুন হলেন স্ত্রী তানিয়া খাতুন (২২)। সোমবার (২৫ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত তানিয়া কয়ড়া গ্রামের জালাল ভূঁইয়ার ছেলে আজিজুল ভূঁইয়ার স্ত্রী। 

তানিয়াকে তার স্বামী ও স্বজনেরা গলা টিপে হত্যা করেছে বলে উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন তানিয়ার মা সেলিনা বেগম।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোশারফ হোসেন জানান, বছর তিনেক আগে উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মাসুদ সরকারের মেয়ে তানিয়ার সঙ্গে আজিজুল ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আজিজুল ভূঁইয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তার স্ত্রী বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে কয়েক দফা গোলযোগ হয়।

এই গোলযোগের জের ধরে সোমবার সন্ধ্যায় তানিয়ার স্বামী আজিজুল ভুইয়ার তার স্বজনদেরকে নিয়ে তার ঘরে তানিয়াকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকান্ডের পরই তানিয়ার স্বামী ও তার পরিবারের সবাই পালিয়ে গেছে।

এ বিষয়ে তানিয়ার মা সেনিলা বেগম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় স্বামী আজিজুলসহ ৭ ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

DMCA.com Protection Status

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *