Skip to content

পলাশবাড়ীতে এক নেত্রীকে গ্রেফতারের দাবি, মহাসড়কে বিক্ষোভ | বাংলাদেশ

পলাশবাড়ীতে এক নেত্রীকে গ্রেফতারের দাবি, মহাসড়কে বিক্ষোভ | বাংলাদেশ

<![CDATA[

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী মহিলা লীগ নেত্রী শ্যামলী আক্তারকে গ্রেফতারের দাবিতে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩ জুন) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতী লীগ, সরকারি কলেজ  ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমিসহ ১২টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় এক হাজার মানুষ।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঢাকা -রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে শ্যামলী আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

আরও পড়ুন: পুকুর রক্ষার মানববন্ধনের অনুমতি দেয়নি পুলিশ

প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা শ্যামুলী আকতারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান। ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা ,মামুন মিয়া, ইসলাম গনি মন্টুসহ অন্যান্যরা।

বক্তারা শ্যামলী আক্তারকে গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, শ্যামলী আক্তার দীর্ঘদিন থেকে পলাশবাড়ীতে  ক্ষমতার প্রভাব দেখিয়ে অন্যের জায়গা দখল, হয়রানি, মিথ্যা মামলাসহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *