Skip to content

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে | টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে | টি-টোয়েন্টি বিশ্বকাপ

<![CDATA[

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রোডেশীয়রা।

জিম্বাবুয়ে ও পাকিস্তান আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে। যেখানে ভারতের বিপক্ষে হেরে টেবিলের পাঁচ নম্বরে বাবর আজম বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় জিম্বাবুয়ে এক পয়েন্ট নিয়ে আছে টেবিলের চারে। পাকিস্তানের বিপক্ষে জিতলে বাংলাদেশকে টপকে তিন নম্বরে উঠার সুযোগ রয়েছে তাদের সামনে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

জিম্বাবুয়ে একাদশ

রেজিস চাকাভা, ত্রেগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলে মেধেভেরে, মিল্টন শুম্বা, ব্রাড ইভান্স, রায়ান বার্ল, লুক জংউই, ব্লেজিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও নাসিম শাহ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *