<![CDATA[
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় অসম্ভব। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ভরাডুবির পর এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। কামিন্স-স্মিথদের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু প্রথম দুই ম্যাচের ফলাফল দেখে সেটিকে দিবাস্বপ্ন বলেই মনে হতে পারে। নাগপুরের পর দিল্লিতেও কোনো প্রতিরোধই গড়তে পারেনি অজিরা। শুধু কামিন্স-স্মিথরাই নন, গেল ১১ বছরে ইন্ডিয়া এসে টেস্ট সিরিজ জিততে পারেনি কোনো দল। ২০১২ সালে ইংল্যান্ডের জয়টাই সবশেষ। আর অস্ট্রেলিয়া সবশেষ সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ১৯ বছর আগে।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা তাই বলেন, ‘যেভাবে অস্ট্রেলিয়া পার্থ অথবা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে জেতে, সেই অবস্থা এখন অস্ট্রেলিয়ার হয়েছে। সব এখন বদলে গেছে। এতেই বোঝা যায়, ভারতের মাঠে টেস্ট খেলতে এলে অস্ট্রেলিয়া কখনোই প্রস্তুত হয়ে আসে না। ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব।’
ভারতে প্রতিবারের মতো এবারও মূল চ্যালেঞ্জ স্পিন। জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দুই টেস্টে ধরাশায়ী হয়েছে ম্যাকডোনাল্ড বাহিনী। সিরিজ শুরুর আগে কতোই না প্রস্তুতি নিয়েছিল তারা, যদিও পারফরম্যান্স সাদামাটা। রাজা বলেন, ‘স্পিনের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গেছে। দুর্দান্ত বোলিং করেছে জাদেজা।’
আরও পড়ুন: হারারেতে দেখা মিলল মুস্তাফিজভক্ত
রাজা মনে করেন, অজিরা কিছুই বুঝে উঠতে পারছে না। যদিও এমন হারে বিস্মিত হননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি অস্ট্রেলিয়া দল নিয়ে সমালোচনাও করেছেন রাজা।
]]>