<![CDATA[
পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, আগামী অক্টোবর মাসে নির্বাচন হবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতির উদ্দেশে এক ভাষণে এ কথা জানান তিনি।
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সময় মতোই অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে সরকার ভেঙে দেয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।
শাহবাজ বলেন, আগামী অক্টোবর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন মাস আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। বর্তমান পার্লামেন্টের (ন্যাশনাল অ্যাসেম্বলি) পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৩ আগস্ট।
পাকিস্তানে বর্তমান সংবিধান গৃহীত হওয়ার পর এটা ১০ম নির্বাচিত পার্লামেন্ট। ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ক্রিকেটার থেকে রাজনীতিক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই)। পিটিআই সরকার গঠন করলে সেই সরকারের প্রধানমন্ত্রী হন ইমরান খান।
আরও পড়ুন: খুব বেশি দিন জেলের বাইরে থাকতে পারব না: ইমরান খান
কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০২২ সালে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৎকালীন পার্লামেন্টের বিরোধী দলগুলো। গত বছর ১০ এপ্রিল সেই প্রস্তাবের ওপর হওয়া ভোটাভুটিতে হেরে যায় পিটিআই। ক্ষমতাচ্যুত হন ইমরান খান।
পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন দলগুলো ক্ষমতায় আসে। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মোট ১১টি দলের সমন্বয়ে গঠন করা জোট সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএলএনের চেয়ারম্যান শাহবাজ শরিফ।
ইমরান খান ও তার পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। তবে বিরোধীদের কথায় কোনো কানই দেয়নি শাহবাজ শরিফ সরকার। বিপরীতে ইমরান খান ও দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। মেয়াদ পূর্ণ হওয়ার পর নতুন নির্বাচনের আগে একটি ‘অরাজনৈতিক’ তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ চালনার দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
এ ব্যাপারে বৃহস্পতিবারের ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে জাতি আমাকে দেশ পরিচালনার ‘পবিত্র দায়িত্ব’ দিয়েছে। আমরা চলতি বছরের আগস্টে সেই দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।’
]]>