<
পিএসজির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘এতদিন প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে সার্জিও রামোস যুক্ত থাকায় আমরা আনন্দিত। রামোস তার ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভ কামনা রইলো।’
আরও পড়ুন: মেসি কোথায় যাচ্ছেন, জানা যাবে সামনের সপ্তাহে
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা দিতে না পারলেও দুইবার লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন এই ডিফেন্ডার। পিএসজির জার্সিতে এ পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছেন সার্জিও রামোস।
]]>