Skip to content

পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস | খেলা

No description available.

<![CDATA[

লিওনেল মেসির পিএসজি ছাড়া নিয়ে সরগরম ক্রীড়াজগত। এরই মাঝে ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। এ বিষয়ে রামোস ও পিএসজির পক্ষ থেকে একাধিক টুইট বার্তা দেয়া হয়েছে।

শুক্রবার (২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার পরে এক টুইট বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। সে সময়ে একাধিক টুইট বার্তায় বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাত ১টায় লিগ ওয়ানে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে ক্লারমন্ট ফুটের বিপক্ষে মাঠে নামবেন তিনি। 

 

আরও পড়ুন: সেরাদের সেরা হতে এমবাপ্পেকে রিয়ালে যাওয়ার পরামর্শ

সার্জিও রামোসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম একটি মুহূর্তকে বিদায় জানাবো, বিদায় জানাবো পিএসজিকে। আমি জানি না ঠিক কতটি জায়গা বাড়ির মতো মনে হয়। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি এবং ক্লাবটির সমর্থকেরা আমাকে বাড়িতে থাকার অনুভূতিই দিয়েছে।’

রামোসের টুইট বার্তা। ছবি : টুইটার 

পিএসজির উদ্দেশ্যে রামোসের আরও একটি টুইট বার্তায় উল্ল্যেখ করা হয়েছে, ‘এই দুটি বছর আমার দুর্দান্ত কেটেছে। এজন্য ক্লাবটিকে ধন্যবাদ জানাই। এখানে থেকে আমি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পেরেছি এবং নিজের সেরাটা দিতে পেরেছি। এই মুহূর্তে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি হয়তো অন্য রং পরবো। কিন্তু শেষবারের মতো পিএসজির জার্সিকে আরও একবার আলিঙ্গন করতে চাই।’

No description available.
পিএসজির জার্সিতে মেসি ও নেইমারের সঙ্গে রামোস। ছবি :টুইটার

পিএসজির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘এতদিন প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে সার্জিও রামোস যুক্ত থাকায় আমরা আনন্দিত। রামোস তার ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভ কামনা রইলো।’

 

আরও পড়ুন: মেসি কোথায় যাচ্ছেন, জানা যাবে সামনের সপ্তাহে

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা দিতে না পারলেও দুইবার লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন এই ডিফেন্ডার। পিএসজির জার্সিতে এ পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছেন সার্জিও রামোস। 
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *