Skip to content

পিচ নিয়ে কথা বলায় অজিদের স্কিলের খোঁচা দিলেন রোহিত | খেলা

পিচ নিয়ে কথা বলায় অজিদের স্কিলের খোঁচা দিলেন রোহিত | খেলা

<![CDATA[

অশ্বিনের পর এবার উইকেট নিয়ে করা সমালোচনার পাল্টা জবাব দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআইয়ের এক টিভি চ্যানেল সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে পিচ নিয়ে আলোচনা না করে স্কিল নিয়ে আলোচনার কথা বলেন তিনি।

ভারতের উইকেট নিয়ে পাল্টাপাল্টি জবাবের লড়াই যেন থামছেই না। এবার অস্ট্রেলিয়ানদের পিচ সমলোচনার পাল্টা জবাব দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ভারতের নাগপুর উইকেটের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর থেকেই পিচ নিয়ে সমালোচনা করা শুরু করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধারা।

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু

ছবি ও ভিডিওতে দেখা গেছে, নাগপুরের উইকেটের এক পাশে বেশি রোল করা হচ্ছে, আরেক পাশে রোল কম করা হচ্ছে, আবার এক পাশে পানি দেয়া হচ্ছে, আরেক পাশে পানি দেয়া হচ্ছে না। ভারতের উইকেট নিয়ে প্রথমেই চটেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ইয়ান হিলি। তিনি বলেছিলেন, ‘ভারত এমন উইকেট বানালে অস্ট্রেলিয়া এবারও বাজেভাবে এই সিরিজ হেরে যাবে।’

নাগপুরে প্রথম টেস্টে যেন সেই হিলির কথাই ফলে গেল। প্রথম ইনিংসের প্রথম দিনে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অজিরা। দ্বিতীয় ইনিংসে আরও একবার মুখ থুবড়ে পড়ে খাজা-স্মিথরা। মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় তারা।

তবে উইকেট নিয়ে এত সমলোচনা করলেও তা মানতে নারাজ রোহিত শর্মা। বিসিসিআইয়ের টিভি চ্যানেলে অশ্বিনের উইকেটের ধরন নিয়ে প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়েই স্কিল নিয়ে কথা বলেন রোহিত।

আরও পড়ুন: মন্ত্রিত্ব নেননি ওয়াহাব রিয়াজ, হতবাক পিসিবি

ভারত অধিনায়ক বলেন, ‘আমাদের পিচ নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন দারুণ জনপ্রিয়। বিশেষ করে সফরকারী দলগুলোর জন্য। কিন্তু আমরা যখন ব্যাট করছিলাম বা ওরা যখন ব্যাট করছিল একটা বলও হঠাৎ করে লাফিয়ে উঠে সিলি পয়েন্ট বা শর্ট লেগে যায়নি। আমার তো মনে হয় না উইকেটে কোনো সমস্যা আছে। সমস্যা যদি থেকে থাকে সেটা স্কিলে। দুঃখের বিষয়, আমরা পিচ নিয়ে যতটা আলোচনা করি, স্কিল নিয়ে ততটা করি না।’

১৭ ফেব্রুয়ারি দিল্লিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *