Skip to content

পিটুনিতে ছাত্রের মৃত্যু, ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর | বাংলাদেশ

পিটুনিতে ছাত্রের মৃত্যু, ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর | বাংলাদেশ

<![CDATA[

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় শিক্ষকদের পিটুনিতে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসের (১৫) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার হওয়া চার শিক্ষকের জামিন নামঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো চার শিক্ষক হলেন কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক এম এ মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরী। মামলার আরেক আসামি শিক্ষক মনিরুল ইসলাম পলাতক আছেন।

আরও পড়ুন:  শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

সাতক্ষীরা আদালতের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। তারা (অভিযুক্তরা) এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন বলে জানান।

এদিকে দ্বিতীয় দিনের মত পাঠদান বন্ধ রয়েছে কালিগঞ্জের নলতা হাইস্কুলে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

আরও পড়ুন:  শিক্ষক অন্যায় করলে ন্যায় শেখাবেন কে?

গত রোববার দুপুরে নলতা হাইস্কুলে জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারপিট করেন সহকারী শিক্ষক অবকাশ খাঁ, সিদ্ধার্থ রায় ও মনিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক। পরে বাড়িতে গিয়ে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নিহতের বাবা দ্বীনবন্ধু দাস ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে চার শিক্ষককে গ্রেফতার করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় কালিগঞ্জের চন্ডিপুর এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজপ্রতাপের।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *