<![CDATA[
টানা দুদিন পতনের পর বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সূচকও।
বুধবার (১৯ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে স্থির হয়েছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। পাশাপাশি ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে। তবে বিপরীতে অপর সূচক ডিএসই শরিয়াহ শূন্য দশমিক ৪১ পয়েন্ট কমে ঠেকেছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।
ডিএসইতে বুধবার লেনদেনের পরিমাণও কমেছে। এদিন লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা। যেখানের আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের পতন
বুধবার ডিএসইতে ৩৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বাড়ার তালিকায় রয়েছে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।
এদিন লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এর পরেই রয়েছে খান সি পার্ল বিচ রিসোর্ট, আরডি ফুডখান ব্রাদার পিপি ওভেন ব্যাগ, মিডল্যান্ড ব্যাংক, ইয়াকিন পলিমার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অ্যাডভেন্ট ফার্মা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ৪৩ লাখ টাকার।
]]>