Skip to content

পূজনের বাসায় আওয়ামী লীগ নেতারা | বাংলাদেশ

পূজনের বাসায় আওয়ামী লীগ নেতারা | বাংলাদেশ

<![CDATA[

ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় স্প্লিন্টারবিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের সহকারী কৌঁসুলি প্রবাল চৌধুরী পূজনকে দেখতে তার বাসায় যান সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শুক্রবার (১১ আগস্ট) রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট নগরের দাড়িয়াপাড়ায় পূজনের বাসায় যান।
 

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে পূজনের বাসায় হামলার ঘটনা ঘটে। এতে তিনি স্প্লিন্টারবিদ্ধ হন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পূজনের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দাড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। পরে তারা পূজনের ওপর হামলা চালান। তারা পূজনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে পূজন আহত হন। পরে হামলাকারীরা মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার পর পূজন জানান, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। পরে দলের সিনিয়র নেতাদের অনুরোধে তিনি পোস্টটি মুছে ফেলেন। ওই পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

তিনি আরও জানান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় এ হামলায় নেতৃত্ব দেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, তারা হামলা সম্পর্কে জানেন না। কেউ তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে থাকলে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *