Skip to content

পৃথ্বী তার বুকে আঘাত করেছেন, অভিযোগ গ্রেফতারকৃত নারীর | খেলা

পৃথ্বী তার বুকে আঘাত করেছেন, অভিযোগ গ্রেফতারকৃত নারীর | খেলা

<![CDATA[

বর্তমানে ক্রিকেট থেকে দূরে থাকলেও মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’কে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এক ভক্তকে সেলফি তুলতে না দেয়ায় হামলার শিকার হয়েছেন তিনি। এক নারী পৃথ্বী’র ওপর হামলা চালান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সে নারীকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়। বরং পৃথ্বীই আমার বুকে আঘাত করেছেন। আঘাত করার পর আমার কাছে ক্ষমা চান ওই ক্রিকেটার। পুলিশের কাছে অভিযোগ দায়ের না করার অনুরোধও করেন।’

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বন্ধু আশিস যাদবকে নিয়ে খেতে বের হয়েছিলেন পৃথ্বী। হোটেলে ঢোকার আগে এক অপরিচিত ব্যক্তি তার সঙ্গে সেলফি তুলতে চান। তার অনুরোধ রক্ষা করে একবার সেলফি তোলেন পৃথ্বী। এরপর আরও সেলফি তুলতে চাইলে রাজি হননি ভারতীয় ওপেনার।

এরপর হোটেল থেকে যখন পৃথ্বী ও তার বন্ধুরা বাড়ি যাচ্ছিলেন তখন একদল যুবক তাদের ওপর হামলা করে। পরে হামলা থেকে বাঁচতে গাড়ি নিয়ে কাছের ওশিয়ারা থানায় ঢুকে যান পৃথ্বী’র বন্ধু যাদব।

আরও পড়ুন: সেলফি তুলতে না চাওয়ায় হামলার শিকার পৃথ্বী শ  

তিনি আরও বলেছেন, ‘তারপরও আমরা পুলিশের কাছে যাই সাহায্যের জন্য। তারা ৮-১০ জনের মতো ছিলেন। আর আমরা মাত্র দুজন ছিলাম।’

এদিকে ওই নারী বলেন, তিনি কিনা পৃথ্বী’কে চেনেনই না। তিনি বলেন, ‘আমি তাকে চিনি না। কখনও কোথাও দেখিনি। একবারও সেলফি তোলার জন্য অনুরোধ করিনি আমি।’

এদিকে নিজের ভুল বুঝতে পেরে টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন পৃথ্বী। তিনি বলেন, ‘৫০ হাজার টাকা দিয়ে মিটিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল আমাদের। উনি মত্ত অবস্থায় ছিলেন। থানার সামনেই দাঁড়িয়েছিলেন। চাইলে তো তখনই মামলা করতে পারতেন।’  

আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন সেই নারী।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *